দ্রুততম সেঞ্চুরিতে কোহলি-আমলাকে পেছনে ফেললেন বাবর

ওয়ানডে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ব্যাটারের জায়গাটা নিজের নামে পাকাপাকি করে নিয়েছেন বাবর আজম। অধিকাংশের মতেই এই মুহূর্তে তিনিই ৫০ ওভারের ক্রিকেটে সেরা ব্যাটার। যার প্রমাণ হিসেবে ওয়ানডে ক্রিকেটে দ্রুততম পাঁচ হাজার রানের রেকর্ড নিজের দখলে আগেই নিয়েছেন। হাশিম আমলার চেয়ে পাঁচ ইনিংস কম খেলেই রেকর্ডটি গড়েছিলেন পাক অধিনায়ক। এবার প্রোটিয়া ব্যাটারের আরও একটি রেকর্ড ভেঙে দিলেন বাবর।

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে নেপালের বিপক্ষে দারুণ সেঞ্চুরি হাকিয়েছেন বাবর আজম। বাবর মাত্র ১৩১ বলে ১৪টি চার ও ৪ ছক্কায় ১৫১ রানের ইনিংস খেলেন।

১০৪ ওয়ানডের ক্যারিয়ারে এটি বাবরের ১৯তম ওয়ানডে সেঞ্চুরি। এই সেঞ্চুরি হাঁকাতে তার খেলতে হয়েছে মাত্র ১০২ ইনিংস। এতো কম ইনিংসে আর কেউই পারেননি এতগুলো সেঞ্চুরি হাঁকাতে। তার আগে সর্বনিন্ম ১০৪ ইনিংসে ১৯টি সেঞ্চুরি করেছিলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার হাশিম আমলা।

ওয়ানডে ক্যারিয়ারে ১৭৮ ইনিংস ব্যাট করে ২৭টি ওডিআই সেঞ্চুরি হাঁকানো আমলা প্রথম ১০৪ ইনিংসেই হাঁকিয়েছিলেন ১৯ সেঞ্চুরি।


বাবর ও আমলার পরের স্থানেই আছেন ভারতের ব্যাটিং মেরুদণ্ড বিরাট কোহলি। প্রজন্মসেরা এই ব্যাটার ১৯টি সেঞ্চুরি হাঁকিয়েছেন ১২৪ ইনিংস খেলে। সমান সেঞ্চুরি হাঁকাতে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারকে খেলতে হয়েছে ১৩৯ ইনিংস।

বাবরের এই শতকে পাকিস্তানের পক্ষে ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরি করা সাঈদ আনোয়ারের সঙ্গে ব্যবধান আরও কমালেন বাবর। আর মাত্র একটি সেঞ্চুরি হাঁকালেই আনোয়ারের পাশে বসবেন বাবর। পাক অধিনায়কের পরের স্থানে ১৫ সেঞ্চুরি মিয়ে আছেন মোহাম্মদ ইউসুফ।