কিলিয়ান এমবাপ্পের পরবর্তী গন্তব্য যে রিয়াল মাদ্রিদ, সেটি প্রায় নিশ্চিতই ছিল। নতুন ক্লাবে নাম লেখানোর আগে প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি) বিদায় জানান ফরাসি ফুটবলের সেনসেশন।
তবে পিএসজির সঙ্গে সাত বছরের সম্পর্কচ্ছেদের ঘোষণা দিলেও এমবাপে পরিষ্কার করে রিয়াল মাদ্রিদের নাম বলেননি। রিয়ালও আনুষ্ঠানিকভাবে এতদিন কিছু জানায়নি। মুখে কুলুপ এঁটে ছিল।
অবশেষে এলো আনুষ্ঠানিক ঘোষণা। রিয়াল মাদ্রিদ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানালো, এমবাপ্পের সঙ্গে তারা চুক্তি করেছে এবং আগামী পাঁচ মৌসুম স্প্যানিশ ক্লাবটির প্রতিনিধিত্ব করবেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা।
রিয়াল-এমবাপ্পের চুক্তি ফুটবল ইতিহাসেরই অন্যতম হাইপ্রোফাইল এবং ইমপ্যাক্টফুল সাইনিং হয়ে থাকবে। রিয়াল মাদ্রিদ ১৫তম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের দিনকয়েক পরই এই চুক্তির খবরটি প্রকাশ্যে এলো।
রিয়ালের সঙ্গে এমবাপের চুক্তির বিষয়টি নিয়ে নাটক সাম্প্রতিক কালের নয়। দুই বছর আগেই রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি প্রায় পাকা হয়ে গিয়েছিল এই ফরোয়ার্ডের। কিন্তু প্যারিস, ফ্রান্স আর কাতারের নানামুখী চাপের কারণে শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলাতে বাধ্য হন এমবাপে। পিএসজির সঙ্গে চুক্তি করেন নতুন করে।
তবে হাল ছাড়েনি রিয়াল। এমবাপেরও স্বপ্নের ক্লাব এটি। তাই দুই পক্ষই সুযোগ খুঁজতে থাকে। পিএসজির সঙ্গে এ বছরই চুক্তির মেয়াদ শেষ হয় এমবাপের। এবার আর নবায়ন করেননি।
রিয়াল কর্তা ফ্লোরিন্তিনো পেরেজের সঙ্গে যোগাযোগটা ছিলই। চুক্তিটাও নিশ্চিত ছিল। কিন্তু এতদিন দুই পক্ষ মুখ খুলেনি। অবশেষে রিয়াল মাদ্রিদ আনুষ্ঠানিকভাবে জানালো, ২০২৯ সাল পর্যন্ত এমবাপে তাদের ক্লাবের খেলোয়াড়।
আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ২০২৯ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি করেছে এমবাপ্পে। মৌসুমপ্রতি ১.৫ কোটি ইউরো করে পাবেন তিনি, বাংলাদেশি মুদ্রায় যা ১৯১ কোটি ৫ লাখ টাকা। পাশাপাশি চুক্তির জন্য বোনাস হিসেবে পাঁচ বছর পাবেন ১৫ কোটি ইউরো। এছাড়া ছবি স্বত্ব থেকেও লভ্যাংশ পাবেন তিনি।