ওয়ানডেতে চতুর্থবারের মতো এমন ঘটনা ঘটালো বাংলাদেশ!

SportsZone24 SportsZone24

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শুরুটা ভালো হয়নি বাংলাদেশ দলের। দলীয় ৩৬ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগাররা। লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের একাদশে এদিন ছিল বাঁহাতিদের দাপট।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম চার ব্যাটারই ছিল বাঁহাতি। এ নিয়ে মাত্র চতুর্থবারের মতো বাংলাদেশের ওয়ানডেতে ঘটল এমন ঘটনা। মোহাম্মদ নাঈম, তানজিদ হাসান, নাজমুল হোসেনের পর সাকিব আল হাসান- শুরুতেই চার বাঁহাতি ব্যাটারকে নামায় বাংলাদেশ।

এর আগেও, এমন ঘটনা তিনবার ঘটে। তিনবারের সবগুলোই ঘটে ২০১১ বিশ্বকাপে। সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৮ রানে গুটিয়ে যাওয়া ম্যাচে ঘটেছিল এমন ঘটনা। সেবার বাংলাদেশের প্রথম চার ব্যাটার ছিলেন তামিম ইকবাল, ইমরুল কায়েস, জুনায়েদ সিদ্দিকি এবং শাহরিয়ার নাফীস।

ওই বিশ্বকাপে ডাচদের বিপক্ষে প্রথম পাঁচ ব্যাটারই বাঁহাতি ছিল বাংলাদেশ। সেবার পাঁচে খেলেছিলেন সাকিব আল হাসান।