বর্তমান ক্রিকেট বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল। ক্রিকেটপ্রেমীদের বাড়তি নজর থাকে এই টুর্নামেন্টে। বিশ্বের নামিদামি তারকা ক্রিকেটারদের উপস্থিতি আইপিএলকে করেছে আকর্ষণীয়। আসন্ন আইপিএলের নিলাম ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে দুবাইয়ে। এবারের নিলামে বিদেশি ক্রিকেটারসহ সর্বোচ্চ ১২ জন ক্রিকেটার কিনতে পারবে কলকাতা নাইট রাইডার্স। ইতোমধ্যে আট ক্রিকেটারের দিকে বাড়তি নজর রয়েছে ফ্র্যাঞ্চাইজিটির।
এবারের আসরের জন্য কলকাতার মেন্টর হিসেবে যোগ দিয়েছেন গৌতম গম্ভীর। কলকাতাকে দু’বার চ্যাম্পিয়ন করা সাবেক এই অধিনায়ক নিশ্চিতভাবেই কিছু পরিবর্তন করবেন দলে। বিশেষ করে দলের পেস বোলিং লাইনআপে আসতে যাচ্ছে বড় পরিবর্তন।
ভারতীয় গণমাধ্যমের খবর, আট জন ক্রিকেটারের দিকে বাড়তি নজর রয়েছে কলকাতার। নিলামে তাদের দলে নিতে সর্বোচ্চ চেষ্টাই করবে ফ্র্যাঞ্চাইজিটি। সেই তালিকায় রয়েছেন একজন বাংলাদেশি ক্রিকেটারও। এছাড়া বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ার একাধিক ক্রিকেটার রয়েছেন কলকাতার বিশেষ নজরে।
আসন্ন নিলামে কেকেআর বাড়তি নজর রাখছে আজমাতুল্লাহ ওমরজাইয়ের ওপর। সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে দারুণ ফর্মে রয়েছেন তিনি। আফগানিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতায় আটটি ম্যাচ খেলে ৭.০.৬০ গড়ে করেছেন ৩৫৩ রান। অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী দলের সদস্য মিচেল স্টার্কের জন্য ঝাঁপাতে পারে কেকেআর। কেকেআর তাকে দলে নিতে আগ্রহী বলে সূত্রের খবর। স্টার্কের পাশাপাশি হর্ষল প্যাটেলকেও দলে পেতে আগ্রহী কলকাতা।
ভারতীয় প্যাটেল ছাড়াও আরও এক বিদেশি পেস বোলারের দিকে বাড়তি নজর রয়েছে কলকাতার। সাকিব, লিটনকে ছেড়ে দিলেও বাংলাদেশের তাসকিন আহমেদের প্রতি নজর রয়েছে কেকেআরের। অ্যালান ডোনাল্ডের প্রিয় ছাত্র আন্তর্জাতিক মঞ্চে পরীক্ষিত। ভারতীয় উপমহাদেশের উইকেটে যথেষ্ট কার্যকরী। তাই বাংলাদেশের প্রধান স্ট্রাইক বোলারের জন্য নিলামে ভাল মূল্য হাঁকাতে পারে কলকাতা। তাসকিনের পাশাপাশি কেকেআর ঝাঁপাতে পারে ফিল সল্ট, আকিল হোসেন, ডারিল মিচেল এবং রাজ অঙ্গদ বাওয়াদের জন্যও।