আইপিএল ইতিহাসে সর্বোচ্চ দামের ইতিহাস গড়লেন প্যাট কামিন্স

আন্তর্জাতিক ক্রিকেটে পুরো মনোযোগ দিতে গত মৌসুমে আইপিএল খেলেননি প্যাট কামিন্স। তার পুরস্কারও পেয়েছেন তিনি। তার নেতৃত্বে অস্ট্রেলিয়া জিতেছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ, অ্যাশেজ ও ওয়ানডে বিশ্বকাপ। এবার আইপিএলের নিলামেও বাজিমাত করলেন অজি এই পেসার।

প্রথম খেলোয়াড় হিসেবে আইপিএলের নিলামে ২০ কোটি রুপির ওপরে দাম উঠেছে তার। আইপিএলের ইতিহাসে নিলামে সর্বোচ্চ ২০ কোটি ৫০ লাখ রুপিতে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ককে দলে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ককে পেতে নিলামে প্রথম ডাক দেয় চেন্নাই। মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে লড়াইয়ে দাম বেড়ে যায় ৪ কোটি রুপিতে। এরপর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু যোগ দেয়। দাম ৭ কোটি ৮০ লাখ রুপি উঠতে বেরিয়ে যায় চেন্নাই। যোগ দেয় সানরাইজার্স হায়দরাবাদ। তারা দাম হাঁকায় ১৭ কোটি রুপি। শেষ পর্যন্ত স্যাম কারেনকে ছাড়িয়ে আইপিএলের সবচেয়ে দামি হয়ে যান প্যাট কামিন্স।

২০২৩ সালের আইপিএলের আগে নিলামে তাকে ১৮ কোটি ৫০ লাখ রুপিতে দলে টেনেছিল পাঞ্জাব কিংস। আর এবার প্যাট কামিন্সের জন্য ২০ কোটি ৫০ লাখ রুপি টানলো হায়দরাবাদ।

কামিন্সের আগেও হায়দরাবাদ দলে ভিড়িয়েছে আরও এক বিশ্বকাপজয়ীকে। ফাইনাল ও সেমিফাইনালে ম্যাচসেরা হওয়া ট্রাভিস হেডকে ৬ কোটি ৮০ লাখ রুপি দিয়ে কিনেছে তারা। এখন পর্যন্ত ৭.৪ কোটিতে রভম্যান পাওয়েলকে রাজস্থান রয়্যালস, ৪ কোটিতে হ্যারি ব্রুককে দিল্লি ক্যাপিটালস, ৫ কোটিতে জেরাল্ড কোটজেয়াকেমুম্বাই ইন্ডিয়ান্স, দেড় কোটিতে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে হায়দরাবাদ, ১.৮ কোটিতে রাচিন রবীন্দ্রকে চেন্নাই সুপার কিংস ও ১১.৭৫ কোটিতে হার্শাল প্যাটেলকে দলে ভিড়িয়েছে পাঞ্জাব কিংস।