অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে সাত নতুন মুখ

নতুন বছরের শুরুতেই দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফর করবে ওয়েস্ট ইন্ডিজ। এই সফরকে অনেকটা যাচাই বাছাইয়ের সিরিজ ধরা হচ্ছে বলা যায়। তাইতো ক্যারিবীয়দের ঘোষিত ১৫ সদস্যের দলে ৭ জনই নতুন মুখ রাখা হয়েছে।

টেস্ট খেলতে অনিচ্ছা থাকায় দলে রাখা হয়নি কাইল মায়ার্স ও জেসন হোল্ডারকে। এছাড়া চোটের কারণে দলে নেই জেডন সিলস। এদিকে ভারতের বিপক্ষে খেলার পর বাদ পড়েছেন জার্মেইন ব্ল্যাকউড, রেমন রেইফার, রাকিম কর্নওয়াল, শ্যানন গ্যাব্রিয়েল ও জোমেল ওয়ারিকান।

পুরনোরা বাদ পড়ায় নতুনদের নিয়ে ভাবছে উইন্ডিজ ক্রিকেট। নতুন ডাক পাওয়া ক্রিকেটাররা হলেন জাচারি ম্যাককাসকি, টেভিন ইমলাচ, জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আকিম জর্ডান ও শামার জোসেফ।

দলের নেতৃত্বে আছেন ক্রেইগ ব্রাথওয়েট। সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন পেসার আলজারি জোসেফ। এই সিরিজ দিয়ে দলে ফিরেছেন গত মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবশেষ টেস্ট খেলা গুডাকেশ মোতি।

আগামী ১৭ জানুয়ারি সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে অ্যাডিলেডে। গোলাপি বলে দিবারাত্রির দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ২৫ জানুয়ারি থেকে ব্রিজবেনের গ্যাবায়।

ওয়েস্ট ইন্ডিজ দল:
ক্রেইগ ব্রাথওয়েট (অধিনায়ক), তেজনারায়ণ চন্দরপল, আলিক আথানাজে, কার্ক ম্যাকেঞ্জি, জশুয়া ডা সিলভা, আলজারি জোসেফ, কেমার রোচ, কেভিন সিনক্লেয়ার, জাচারি ম্যাককাসকি, টেভিন ইমলাচ, জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আকিম জর্ডান, শামার জোসেফ ও গুডাকেশ মোতি।