অসুস্থ হয়ে বাংলাদেশ দলের অনুশীলনে নেই হেড কোচ হাথুরু

পুনে থেকে মুম্বাইয়ে আসার প্রায় চার ঘণ্টায় বাংলাদেশ দল পাড়ি দিয়েছে বাসে চড়ে। এরপর একদিন দল ছিল বিশ্রামে। রোববার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ সামনে রেখে শুরু হয়েছে প্রস্তুতি।

যেখানে নেই হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। কেন? টিম অপারেশন্স ম্যানেজার রাবিদ ইমাম জানিয়েছেন, অসুস্থ হওয়ায় হোটেলে থেকে গেছেন তিনি; আসেননি অনুশীলনে। সহকারী কোচ নিক পোথাসের তত্ত্ববধানে অনুশীলন করছে দল।

প্রধান কোচ না এলেও সব ক্রিকেটারই মাঠে এসেছেন। ইনজুরির কারণে ভারতের বিপক্ষে খেলতে না পারা অধিনায়ক সাকিব আল হাসান এদিন নেমেছেন ব্যাট হাতেও। যদিও আগের ম্যাচের আগেও তিনি ব্যাটিং করেছিলেন। কাঁধের ইনজুরিতে থাকা তাসকিন আহমেদকে অনুশীলনে দেখা যায়নি, যদিও তিনি মাঠেই আছেন।

এদিকে বাংলাদেশ দলের সঙ্গে নেট বোলার হিসেবে যোগ দিয়েছেন ওয়াসি সিদ্দিকী। অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলা এই লেগ স্পিনার নেট বোলার হিসেবে এসেছেন। রোববার নেটে তাকে বলও করতে দেখা গেছে।

উল্লেখ্য, বিশ্বকাপের প্রথম চার ম্যাচের তিনটিতে হেরে বিপর্যস্ত বাংলাদেশ। আগামী ২৪ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে বাংলাদেশ।