প্যারিসের পালস ভবনে অনুষ্ঠিত হয়ে গেল অলিম্পিকে পুরুষ ফুটবলের ড্র। যেখানে আর্জেন্টিনা রয়েছে গ্রুপ বি তে। স্বাগতিক ফ্রান্সের অবস্থান গ্রুপ এ তে। ফ্রান্স-যুক্তরা্ষ্ট্রের ম্যাচ দিয়ে পর্দা উঠবে প্যারিস অলিম্পিক পুরুষ ফুটবলের।
‘বি’ গ্রুপে মরক্কো এবং ইউক্রেনের সঙ্গে জায়গা পেয়েছে আর্জেন্টিনা। চার দলের গ্রুপে আরেকটি দল আসবে এএফসি অঞ্চল থেকে, কোয়ালিফায়ার-৩ খেলে। সবশেষ ফিফা র্যাংকিং অনুযায়ী আর্জেন্টিনা আছে সবার ওপরে। মরক্কো আছে তালিকার ১২ নম্বরে, ইউক্রেনের স্থান ২৪-এ। তাই গ্রুপ পর্বেই আর্জেন্টিনাকে কিছুটা পরীক্ষা দিতেই হচ্ছে।
গ্রুপ ‘এ’তে আছে ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও নিউজিল্যান্ড। প্যারিস এবারের অলিম্পিকের আয়োজক। ঘরের মাঠে তাই বাড়তি সমর্থন নিয়ে খেলবে লেস ব্লুজ। তাদের সঙ্গী হবে আরও একটি দল। এশিয়া এবং আফ্রিকা অঞ্চলের আন্তঃমহাদেশিয় বাছাইপর্ব শেষে নির্ধারিত হবে সেই দল।
গ্রুপ ‘সি’তে মিশর ও ডমিনিকান রিপাবলিকের সঙ্গী হচ্ছে স্পেন। ইউরোপিয়ান দলটি এই গ্রুপে পরিষ্কারভাবেই ফেবারিট। এএফসি কোয়ালিফায়ার-২ খেলে আসা দল পরবর্তীতে যুক্ত হবে এখানে। আর গ্রুপ ‘ডি’তে আছে প্যারাগুয়ে, মালি ও ইসরাইল। আরেকটি দল আসবে এএফসি কোয়ালিফায়ার-১ খেলে।
প্যারিসে চলতি বছরের জুলাইয়ে বসছে গ্রীষ্মকালীন অলিম্পিক। ২৬ জুলাই উদ্বোধনী হলেও ২৪ মার্চ থেকে শুরু হবে ফুটবলের ইভেন্ট। ১০ আগস্ট হবে ফাইনাল। এর একদিন পর পর্দা নামবে বিশ্বের সবচেয়ে বড় এই ক্রীড়া প্রতিযোগিতার।
CONFIRMED! 🤩 These are the groups for the men’s Olympic football tournament at @Paris2024!
Which match-ups catch your eye?#Paris2024 | #Football |#FIFA | @FIFAcom | @FIFAWorldCup pic.twitter.com/tDyHesoTuH
— The Olympic Games (@Olympics) March 20, 2024