অবশেষে জানা গেল তামিমকে ফোন করা সেই বিসিবি কর্মকর্তা কে…

SportsZone24 SportsZone24

কদিন আগেও নিশ্চিত ছিল, অবসর ভেঙে ওয়ানডে দলে ফেরা তামিম ইকবাল থাকবেন বিশ্বকাপ স্কোয়াডে। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল, দেশসেরা ওপেনারকে ছাড়াই দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অনেকে বলছেন, চোটের কারণে তাকে দলে রাখা হয়নি। কিন্তু এসবের ব্যাখ্যায় তামিম বলেছেন, রাগ করে তিনি নিজেই বিশ্বকাপ দলে থাকতে চাননি, কারণ বিসিবি থেকে শীর্ষ পর্যায়ের একজন তাকে ফোন করে ব্যাটিং অর্ডারের নিচের দিকে ব্যাট করার কথা বলেছিলেন।

তামিম ইকবাল ক্যারিয়ারের প্রায় শুরু থেকে ওপেনিংয়ে ব্যাট করছেন। তাই বিশ্বকাপের ঠিক আগে নিচের দিকে ব্যাট করার প্রস্তাব মেনে নিতে পারেননি। সে জন্যই নাকি ফোন করা বিসিবির সেই কর্তাকে বলেন, তিনি (তামিম) নোংরামির মধ্যে থাকতে চান না, তাকে ছাড়াই যেন দল ঘোষণা করা হয়।

SportsZone24 SportsZone24

বুধবার (২৭ সেপ্টেম্বর) ফেসবুকে এক ভিডিও বার্তায় তামিম বলেন, ‘বোর্ডের টপ লেভেল থেকে একজন ফোন করে আমাকে বললো, ‘তুমি বিশ্বকাপে যাবা, কিন্তু তোমাকে তো ম্যানেজ করে খেলাতে হবে। একটা কাজ করো, তুমি প্রথম ম্যাচ খেলিও না।’ আমি বলেছি, এখনো ১২/১৩ দিন সময় আছে। এই সময়ের মধ্যে তো আমি ভালো অবস্থায় থাকবো। তো কি কারণে খেলবো না? তখন বললো, ‘আচ্ছা তুমি যদি খেলো তাহলে আমরা পরিকল্পনা করছি, তুমি নিচের দিকে খেলবা।’

এদিকে দেশের শীর্ষস্থানীয় পত্র প্রথম আলোর মতে, বিসিবির ওই কর্মকর্তা বিসিবি সভাপতি। প্রথম আলো লিখেছে, বিসিবি সভাপতির প্রস্তাব পছন্দ হয়নি বলে কথা বলার একপর্যায়ে তামিম উত্তেজিতও হয়ে গিয়েছিলেন। তাঁর এমনও মনে হয়েছে, ‘মনে হচ্ছে আমাকে জোর করে অনেক জায়গায় বাধা দেওয়া হচ্ছে। দিস ইজ হোয়াট আই ফেল্ট।’