অনন্য এক রেকর্ড সামনে রেখে মাঠে নামছেন নেইমার

বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে শনিবার (৯ সেপ্টেম্বর) মাঠে নামছে ব্রাজিল ফুটবল দল। বলিভিয়ার বিপক্ষে তাদের ম্যাচটি অনুষ্ঠিত হবে সকাল পৌনে ৭টায়। এ ম্যাচের আগে বড়সড় মাইলফলকের সামনে দাঁড়িয়ে রয়েছেন নেইমার জুনিয়র।

ব্রাজিলের হয়ে ৭৭ গোল করেছেন কিংবদন্তি ফুটবলার পেলে। তার সঙ্গে একই কাতারে দাঁড়িয়ে নেইমারও। বলিভিয়ার বিপক্ষে একটি গোল করতে পারলেই তিনি হবেন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। ৭৭ গোল করতে পেলের খেলতে হয়েছে ৯২ ম্যাচ, নেইমার এখন পর্যন্ত খেলেছেন ১২৪ ম্যাচ।

ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় সেরা পাঁচে আছেন রোনালদো, রোমারিও ও জিকো। এরমধ্যে রোনালদো ৯৯ ম্যাচে ৬২, রোমারিও ৭১ ম্যাচে ৫৫ ও জিকো ৭১ ম্যাচে ৪৮টি গোল করেছেন।

ব্রাজিল ও বলিভিয়া সর্বপ্রথম মুখোমুখি হয়েছিল ১৯৩০ সালে। প্রথম দেখায় তো বটেই, প্রথম ৬টি ম্যাচেই টানা জয় তুলে নিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ১৯৬৩ সালে প্রথম জয়ের মুখ দেখে বলিভিয়া। দুদল এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে ৩২ ম্যাচে। যেখানে জয়ের পাল্লা হেলে ব্রাজিলের দিকে। নেইমারদের ২৩ জয়ের বিপরীতে বলিভিয়ার জয় মাত্র ৫ ম্যাচে। ৪টি ম্যাচ ড্র হয়।

মুখোমুখি দেখায় দুদলের মধ্যে সবচেয়ে বড় ব্যবধানে জয়টি সেলেসাওদের। ১৯৭৭ সালে ৮-০ ব্যবধানে জিতেছিল তারা। এর আগে ১৯৫৩ সালে বলিভিয়াকে ৮-১ গোলে হারিয়েছিল ব্রাজিল। বলিভিয়ার সবচেয়ে বড় ব্যবধানে জয়টি ৩-১ ব্যবধানে।